ভাসানচর থেকে কক্সবাজার ফিরতে চেয়েছিল আটক ১৮ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২২, ০৫:২১ পিএম

ভাসানচর থেকে কক্সবাজার ফিরতে চেয়েছিল আটক ১৮ রোহিঙ্গা

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের বেড়ি বাঁধ এলাকা থেক ওইসব রোহিঙ্গাকে স্থানীয়রা আটকে খবর দিলে পুলিশ এসে তাদের কোম্পানিগঞ্জ থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেদওয়ান (১৪) তাসমিন আরা (১২),  ইয়াসমিন আরা (১০), মো.আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নম্বর ক্লাস্টারের ইয়াসমিন (৫),   আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) ও ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় শিশুসহ কয়েকজন নারী ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসে আটককৃত রোহিঙ্গারা।” ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Link copied!