ভূমিকম্প: তুরস্কে পৌঁছেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৯:২৮ পিএম

ভূমিকম্প: তুরস্কে পৌঁছেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

ভূমিকম্পে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দলসহ ৬০ জন সদস্য তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক, সেনাবাহিনীর ২৪ জন এবং ১৪ জন কেবিন ক্রু রয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাজাহান শিকদার এই তথ্য জানিয়েছেন। শাজাহান বলেন, ‘তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সাথে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছে। তবে এখনো তাঁরা উদ্ধারকাজে অংশ নিতে পারেননি। বিমানবন্দর থেকে দলটি বাসে করে ৩৫০ কিলোমিটার দূরের আদিয়ামানের উদ্দেশে রওনা হয়েছেন।’

এর আগে, গত বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তাসহ ১২ সদস্যের বিশেষজ্ঞ দল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের কিছু হালকা যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে এই দলটি। পুরো দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

প্রসঙ্গত, গত সোমবার স্থানীয় সময় ভোররাতে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প সীমান্ত এলাকার বিরাট অংশ জুড়ে ব্যাপক প্রাণহানির পাশাপাশি বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। ১০ ফেব্রুয়ারি এ খবর লেখা পর্যন্ত সেখানে ২১ হাজার মানুষের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গত ৮০ বছরের মধ্যে ওই এলাকায় এমন প্রলয়ংকরী ভূমিকম্প দেখা যায়নি।

Link copied!