ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০১:২১ এএম

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়ে দেশ দুটি অনেকগুলো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে।

জানা গেছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইটের মাধ্যমে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি। ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় কার্য সমাপন্তে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিরিয়াতে ৩ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অগণিত মানুষ। যারা বেঁচে গিয়েছেন ঠান্ডা আবহাওয়ায় খোলা আকাশের নিচে খাদ্য-পানি, বাসস্থান সংকট ও চিকিৎসার অভাবে বিপর্যস্ত অবস্থায় পতিত হয়েছেন।

Link copied!