ভোট পেতে জাল টাকা দেওয়ায় প্রার্থীর বিরুদ্ধে ভোটারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২২, ০৪:৪৬ এএম

ভোট পেতে জাল টাকা দেওয়ায় প্রার্থীর বিরুদ্ধে ভোটারের অভিযোগ

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ এক সদস্য পদপ্রার্থী নিজের পক্ষে ভোট পাওয়ার কৌশল হিসেবে আগের রাতে ভোটারদের মাঝে জাল টাকা ছড়িয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে অন্তত সাত ইউপি সদস্য এমন অভিযোগ তুলেছেন।

ওই ভোটাররা গণমাধ্যমকে জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচেনের সাধারণ সদস্য পদে ওই প্রার্থীর কাছ থেকে তারা রাতে টাকা নেওয়ার পর নির্দিষ্ট প্রতীকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রার্থীর দেওয়া টাকা দিয়ে কেনাকাটা করতে গিয়ে পরীক্ষা করে দেখেন সবগুলো টাকা জাল। পরে ওই ভোটাররা দ্রুত ওই প্রার্থীকে জানালে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, যার কাছে জাল নোট পাওয়া যাবে পুলিশ তাকেই কিন্তু গ্রেপ্তার করবে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতারণার শিকার এক ভোটার গণমাধ্যমে বলেন, “আগের রাতে তাদের ওই প্রার্থী নিজ হাতে টাকার বান্ডিল বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, এই টাকা ভোটের আগে যেন খরচ না করা হয়। খরচ করলে টাকা দেওয়ার বিষয়টি জানাজানি হবে। এতে তার ক্ষতি হবে। পরে সেই কথা অনুযায়ী ভোটের আগে টাকাগুলো খরচ করিনি। ভোট দেওয়ার পর স্থানীয় ধানগড়া বাজারে গেলে দোকানদার টাকা হাতে নিয়ে উল্টিয়ে দেখে বলে এগুলো জাল নোট। এরপর টাকাগুলো নিয়ে প্রার্থীর কাছে গেলে তিনি পুলিশে ধরিয়ে দেবেন বলে নানা ভয়ভীতি দেখান।”

বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। মশকরাও করছেন অনেকে। ফেসবুকে একজন লিখেছেন, ‘ভোট দিয়েই ভোটাররা খেলেন ধরা’।

 

অভিযুক্ত প্রার্থী সুমন সরকার রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। জেলা পরিষদের সদস্য পদে (বৈদ্যুতিক পাখা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এরআগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন।

Link copied!