মদ এবং জুয়া,ক্লাব বিতর্কে উত্তপ্ত সংসদ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২১, ০৮:৫৯ পিএম

মদ এবং জুয়া,ক্লাব বিতর্কে উত্তপ্ত সংসদ

পরীমণির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বোট ক্লাবের ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্লাব-পার্টি সংস্কৃতি। আজ ১৭জুন বৃহস্পতিবার সংসদ সদস্যদের অনির্ধারিত আলোচনায় সংসদ তপ্ত হয় ওঠে।অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।তারপর একে একে আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও তরিকত ফেডারেশনের সাংসদরা।

আলোচনার শুরুতে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক  চুন্নু বলেন, “কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকার বিষয়ে আলোচনা হচ্ছে। যেখানে ঘটনাটি ঘটেছে, উত্তরা বোট ক্লাব, কে করল এই ক্লাব? এই ক্লাবের সদস্য কারা হয়? শুনেছি ৫০-৬০ লাখ টাকা দিয়ে এর সদস্য হতে হয়। এত টাকা দিয়ে কারা এর সদস্য হয়? আমরাতো ভাবতেই পারি না। সারাজীবন এত ইনকামও করি না।”

আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গাঁ। রাজধানীর এসব ক্লাবের নাম উল্লেখ করে তিনি বলেন, এসব ক্লাবে মদ খাওয়া হয়। জুয়া খেলা হয়। বাংলাদেশে মদ খেতে হলে লাইসেন্স লাগে। সেখানে গ্যালন গ্যালন মদ বিক্রি হয়। লাইসেন্স নিয়ে যদি খায়, তবে তো এত মদ বিক্রি হওয়ার কথা নয়। সরকারি কর্মকর্তারা এখানে কীভাবে সদস্য হয়?

পরে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম,বিএনপির হারুনুর রশীদ এবং তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী  আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে রাজধানীর অভিজাত পাড়ার ক্লাব-ডিজে পার্টি নিয়ে আলোচনা হয়।

এইসকল ক্লাবের যে পরিমাণ মদ বিক্রি হয় তার বৈধতা নিয়েও হয়েছে উত্তপ্ত বাক্যবিনিময়। সরকারি কর্মকর্তাদের আয়ের উৎস এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়া রাজধানীর অভিজাত পাড়ায় যেসকল ডিজে পার্টি হয় তা আমাদের আইন,সংস্কৃতি এবং ধর্মে নেই উল্লেখ করে তা বন্ধ করতে  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সাংসদ চুন্নু।

 

Link copied!