বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

অর্থ-বাণিজ্য ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৪, ১০:১৬ পিএম

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

প্রতীকী ছবি

বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার ছয়টি দেশে ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শনিবার (২৮ এপ্রিল) দেশটির ভোক্তা, খাদ্য ও গণবিতরণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানির এই এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি আরও যেসব দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের পক্ষ থেকে এসেছে- সেসব দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কা। তবে কোন দেশে কী পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হবে, সেটা খোলাসা করেনি ভারত।

গত ১ মার্চ বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির বিষয়টি জানানো হয়।

Link copied!