মালয়েশিয়ার কথা বলে সেন্টমার্টিনে নামিয়ে দিত তারা: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২২, ০৪:২৫ এএম

মালয়েশিয়ার কথা বলে সেন্টমার্টিনে নামিয়ে দিত তারা: র‌্যাব

চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

র‌্যাবের ভাষ্য, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে অন্তত ২০ জনকে ট্রলারে তুলে সেন্টমার্টিন দ্বীপে নামিয়ে দেওয়া এবং দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বাঁশখালীর এক যুবককে অপহরণের পর হত্যা করে ফের তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়— এ দু’টি ঘটনার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে তাদের।

গ্রেফতারকৃত পাঁচজন হলেন- বাঁশখালীর ছনুয়ার মো. ইসমাইল (৩২) ও তার ভাই শফিউল আলম (৩৭), একই গ্রামের মোহাম্মদ হোসেন (৬০), বাঁশখালীর পশ্চিম সেলবন গ্রামের মো. ইউনুছ মাঝি (৫৬) এবং পেকুয়ার রাজাখালী গ্রামের রিয়াজ খান রাজু (৪১)।

র‌্যাব জানিয়েছে, অবৈধভাবে সাগর পথে ট্রলার যোগে মালয়েশিয়া নিয়ে অজ্ঞাতনামা কোনো দ্বীপে এসব মানুষকে নামিয়ে দিয়ে আসত চক্রটি। তার আগে এসব দরিদ্র ও নিরীহ মানুষের কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখত তারা। টাকা দিতে না পারলে স্বাক্ষরযুক্ত স্ট্যাম্পের মাধ্যমে তাদের আবাদি জমি, বাড়ি-ঘর দখল করে নিত চক্রটি। এ চক্রে রাজনৈতিক প্রভাবশালীরাও জড়িত। চক্রটির সদস্যরা কয়েক ভাগে ভাগ হয়ে মানবপাচার করত।

Link copied!