মৌলভীবাজারের কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৫:৫২ পিএম

মৌলভীবাজারের কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে অন্ধকারের মধ্যে পড়েছেন এসব গ্রামের হাজার হাজার মানুষ। সূত্র জানায়, কুলাউড়া ও জুড়ীতে গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাকালুকি হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে ক্রমশই পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কায় কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ শনিবার (১৮ জুন) থেকে দু’টি বৈদ্যুতিক ফিডার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

ফিডার দুটি হল কুলাউড়া উপজেলার কাদিপুর ও নার্সারি ফিডার। ফিডার দুটি বন্ধ হয়ে যাওয়ায় কুলাউড়ার ভুকশিমইল, কাদিপুর, গুপ্তগ্রাম, ছকাপন, শশারকান্দি, কানেহাত, ইসলামগঞ্জসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। জুড়ী সাব-স্টেশনের ভেতরে পানি প্রবেশ করায় এ অবস্থা বলে জানিয়েছে কর্মকর্তারা। 

আজ (১৯ জুন) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। ট্রান্সফর্মাসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামগুলো প্লাবিত পানির সংস্পর্শে আসায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে তা পুনরায় চালু করা হবে।

Link copied!