রবিবার জানা যাবে দেশে ঈদ-উল আজহার তারিখ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২১, ০৭:৪৭ পিএম

রবিবার জানা যাবে দেশে ঈদ-উল আজহার তারিখ

দেশে পবিত্র ঈদ -উল-আজহা কোন দিন উদযাপন করা হবে তা জানা যাবে রবিবার (১১ জুলাই)। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। শনিবার (১০ জুলাই) ইফার এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এদিকে, সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ জুলাই পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে স্থানীয় সময় শুক্রবার (০৯ জুলাই) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট  রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন (সূত্র:গালফ নিউজ)।

সৌদি সুপ্রিমকোর্টের ঘোষণা অনুযায়ি, শনিবার (১০ জুলাই) হবে দেশিটিতে জিলকদ মাসের শেষ দিন।এই অনুযায়ি সৌদি আরবে জিলহজ মাসের ১০ম দিন অর্থাৎ আসছে ২০ জুলাই ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

এর আগে, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে।

 

Link copied!