ঢাকাসহ ১০টি বড় শহরে বিএনপির বিভাগীয় সমাবেশ, আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০১:৪৪ পিএম

ঢাকাসহ ১০টি বড় শহরে বিএনপির বিভাগীয় সমাবেশ, আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার সারা দেশে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সমমনা জোট ও দলগুলোও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। এদিকে, পাল্টা কর্মসূচী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরেও দুটি বিভাগীয় শহর খুলনা ও রংপুরে আজ বিরোধী দলের পাল্টা সমাবেশ করবে।

আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী দলগুলোর নেতারা।

ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করবে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। গণমিছিল, গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।

আজকের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। সে লক্ষে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভাগে অবস্থান করছেন সংশ্লিষ্ট নেতারা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা আসতে পারে। এর আগে রাজধানীর মিরপুর থেকে পুরান ঢাকা পর্যন্ত এ ধরনের একটি কর্মসূচি করবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এই জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, তাঁরা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন।

আবারও বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে আজ শনিবার ঢাকার রাস্তায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে অন্যবার কেবল ঢাকায় পাল্টা কর্মসূচি দিলেও এবার ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা এবং ঢাকার বাইরে খুলনা ও রংপুরে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আজ বেলা তিনটায় কামরাঙ্গীরচরের ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে সমাবেশ করবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

যুবলীগ শান্তি সমাবেশ করবে ঢাকার ফার্মগেট এলাকায় আজ বেলা ১১টায়।

Link copied!