রাজধানীর নয়াপল্টনের সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ০৪:৩৬ পিএম

রাজধানীর নয়াপল্টনের সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপির দলীয় নেতা কর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এদিন, সকাল ৮ টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।

এদিকে, বিএনপির পাশপাশি দলটির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের রাজনৈতিক দলগুলোও শুক্রবার সমাবেশ করছে। জোটের জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরম, পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (ড. রেজা), এলডিপি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা পেশাজীবি জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজধানীর প্রেসক্লাব, কাওরানবাজার, শাহবাগ মোড়,বিজয়নগর, মালিবাগ মোড়সহ বিভিন্ন পয়েন্টে সমাবেশ করছে।

এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মহাসমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ডিএমপির ইতিবাচক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, আশা করি তারা বিএনপির মহাসমাবেশের নিরাপত্তা বিধানে যথাযথ সহযোগিতা করবেন। সমাবেশে আসার পথে জনগণ ও বিএনপির নেতাকর্মীদেরকে কোনো প্রকার বাধা প্রদান করা হবে না।

বিএনপি হাইকমান্ড সমাবেশে সর্বোচ্চ সংখ্যক লোক সমাগমের চেষ্টা করছে। দলের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মী নয়াপল্টনে এসে হাজির হয়েছেন। শুক্রবার  সকাল থেকেও লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেশ স্থলে আসতে শুরু করেছেন।

Link copied!