রাজধানীর বনানীর আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২১, ০৮:২৪ পিএম

রাজধানীর বনানীর আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস কর্মীদের চারঘন্টা প্রচেষ্টার পর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি কার্টনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা সদরের উপসহকারি পরিচালক মো. বজলুর রশিদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই গোডাউনে আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রথমে ১১ টি ইউনিট ও পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। টনা ৪ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা সদরের উপসহকারি পরিচালক মো. বজলুর রশিদ বলেন , আগুনের সূত্রপাতের পরই ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে।

তবে কীভাবে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এর আগে, সকালের দিকে মো. বজলুর রশিদ দ্য রিপোর্টকে বলেন,‘টেলিফোনে আমরা রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় আগুন লেগেছে বলে খবর পাই। পরে আমরা নিশ্চিত হয়ে সকাল সোয়া ৯টার দিকে আমাদের ১১টি ইউনিট ওখানে পাঠাই।’

ওইসময় তিনি আরও বলেন, ‘যেখানে আগুন লেগেছে সেটি একটি ফ্যাক্টরি। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ওই ফ্যাক্টরিতে মূলত ক্রেস্ট বা পদক তৈরি করা হয়ে থাকে।’

গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না

এদিকে, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলৈ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জিল্লুর রহমান। আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, এখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন আছে। এই গোডাউনে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউন ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কমিটির দেওয়া প্রতিবেদন থেকেই আগুন লাগার আসল কারণ জানা যাবে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই পরিচালক আরও বলেন, ভবনের নিজস্ব কোনো ফায়ারফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি যাচ্ছিল। প্রথম আধাঘণ্টা সেই পানি দিয়েই আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব।

 

Link copied!