রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে বললেন, সাংবাদিকরা বাড়াবাড়ি করছে

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২২, ০৩:৩৮ এএম

রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে বললেন, সাংবাদিকরা বাড়াবাড়ি করছে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকাণ্ডে তোলপাড় সারাদেশ। ঘটনায় রেলমন্ত্রী রবিবার সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। বলেছেন তাঁর রেলের ব্যাপারে তাঁর স্ত্রীর এমন হস্তক্ষেপে তিনি বিব্রত। নতুন বিয়ে করায় বউয়ের ওই তথাকথিত আত্মীয়দের চিনতে পারেননি বলেও জানান মন্ত্রী।

ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় রেলমন্ত্রীর শ্বশুরবাড়ির আত্মীয়রা সাংবাদিকদের উপর ক্ষেপেছেন। ট্রেন টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগকারী মনির ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত এই ঘটনা তদন্তে গঠিত কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়েন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নে তিনি ও তার পরিবার ‘বিরক্ত ও বিব্রত’।

“আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম, অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানা-হেঁচড়া করেছেন।”

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এই যুবক বলেন, “আপনারা এই এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন, যেটা না করলেও পারতেন। আমি যা বলার, তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সাথে আমার কোনো কথা নেই।”

বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ট্রেনে ওঠেন ইমরুল কায়েস প্রান্ত, হাসান ও ওমর নামের তিন যাত্রী। পথিমধ্যে টিকিট চেকিংয়ের সময় তাদের জরিমানা করলে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ফোনে টিটিইকে সাময়িক বরখাস্ত করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

প্রথমে রেলমন্ত্রী নিজের আত্মীয় নন বলে দাবি করলেও পরে তিনি জানতে পারেন নতুন শ্বশুরবাড়ির লোক তারা। এর আগে প্রান্তের মা ইয়াসমিন আক্তার নীপার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ভ্রমণকারীরা রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে ও মামাতো ভাইয়ের সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় রবিবার সংবাদ সম্মেলন করলেন রেলমন্ত্রী। এতে রেলমন্ত্রী স্বীকার করেন ওই ৩ যাত্রী তার বউয়ের আত্মীয়।

Link copied!