র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন উপদেষ্টাকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২২, ০৮:৪২ পিএম

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন উপদেষ্টাকে অনুরোধ

পুলিশের বিশেষ এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সদস্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনারকে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান  হোয়াইট হাউসে এক বৈঠকে এই অনুরোধ জানান।

শনিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জন ফিনার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। এছাড়া, তিনি সুশাসন, শ্রম এবং মানবাধিকার ইস্যুতে ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় সালমান এফ রহমান গত ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক ও মানব উন্নয়নের সাফল্য সম্পর্কে জন ফিনারকে অবহিত করেন এবং এ অর্জনে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, “যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের উচিত শ্রম ও মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া এবং র‍্যাব কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।”

Link copied!