লকডাউন : রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৪, ২০২১, ০৫:৩৮ পিএম

লকডাউন : রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন 'লকডাউন' কার্যকর হয়েছে বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে। সরকারের পক্ষ থেকে এটিকে 'কঠোর লকডাউন' হিসেবে বর্ণনা করলেও দলিলে এটিকে বলা হচ্ছে 'বিধিনিষেধ'। বুধবার ভোরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল 'কঠোর লকডাউন' কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে।

চেকপোস্টে কি করছে আইনশৃঙ্খলাবাহিনী

ভোর সাড়ে ছয়টায় দেখা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে। বহু রাস্তা বেরিকেড বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোন যানবাহনও যেতে পারছে না, যেতে হচ্ছে বিকল্প রাস্তায়। সরকারের তরফ থেকে এটিকে 'কঠোর লকডাউন' হিসেবে বর্ণনা করা হলেও গার্মেন্টসসহ শিল্প কারখানা এবং ব্যাংক খোলা রয়েছে।

Pass 2

জরুরী সেবাপ্রদানকারী ব্যতীত সকলের মুভমেন্ট পাস নিতে হবে। গ্রাফিকস: দ্য রিপোর্ট

এ দফায় 'কঠোর লকডাউন' কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে, 'অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এর আগে ৫ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হলেও সেটি মোটেও কার্যকর হয়নি।

Jatrabari

জরুরী প্রয়োজন ছাড়া বের হলে যানবাহন আটকিয়ে রাখা হয়। যাত্রাবাড়ী এলাকার চিত্র। ছবি: দ্য রিপোর্ট

রাস্তায় যানবাহনের অবস্থা

গণপরিবহন বন্ধ থাকলে জরুরী সেবাপ্রদানকারী যানবাহন সচল ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দেখা যায় যে, সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্টে যানবাহনগুলো তদারকি করছে। এসময় বিনাকারনে ব্যক্তিগত কাজে বের হওয়া যানবাহনকে ফিরিয়ে দেখার পাশাপাশি আটক করা হচ্ছে। অ্যাম্বুলেন্স,মালবাহী ট্রাকসহ বিভিন্ন গাড়ি চলছিল রাস্তায়। এদিকে গাবতলী এলাকায় কয়েকজন প্রাইভেটকারে রাস্তায় নামলে তাদেরও ফিরিয়ে দেয় পুলিশ। এছাড়া অনেকেই মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছে। তাদেরকে নির্দিষ্ট কাজ শেষ করার জন্য যেতে দেয়া হচ্ছে।

Pass

অনেকেই মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছে। ছবি: দ্য রিপোর্ট

পুলিশের তরফ থেকে ইতোমধ্যে বলা হয়েছে , বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেয়া হবে।এজন্য 'মুভমেন্ট পাস' ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না বলে পুলিশ জানিয়েছে। তবে ভোরে বিভিন্ন চেকপোস্টে দেখা গেছে রাস্তায় চলাচলকারীদের কাছে পুলিশ 'মুভমেন্ট পাস' দেখতে চায়নি।

 

Link copied!