লকডাউনের প্রভাব পড়েনি নৌকা চলাচলে

তৌফিক হাসান

মে ৭, ২০২১, ০৮:০৭ পিএম

লকডাউনের প্রভাব পড়েনি নৌকা চলাচলে
[youtube-video]https://www.youtube.com/watch?v=pMnM-xP56CU[/youtube-video]

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। বাংলাদেশও এর বাইরে নয়। সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে সর্বাত্মক লকডাউন। গত ১৪ এপ্রিল থেকে দ্বিতীয়বারের মত এই বিধিনিষেধ আরোপ করে সরকার। তখন থেকেই বন্ধ হয়ে যায় সকল ধরনের গণপরিবহন। কোলাহলপূর্ণ সদরঘাটে নিথরভাবে পরে রয়েছে লঞ্চগুলো। তবে সবকিছু বন্ধ থাকলেও চালু রয়েছে নৌকা। লকডাউনের ২-৩দিন পর থেকেই নৌকা চলাচল চালু করা হয়েছে।

লকডাউনের মধ্যে নৌকা চলাচল থাকলেও এবার কোন ধরনের ভাড়া বাড়ানো হয়নি বলে যাত্রীরা জানান। তবে স্বাস্থ্যঝুঁকির সমস্যা রয়ে গেছে বলে তারা মনে করেন। সে সময় যাত্রীরা বলেন, আমাদের তো সবসময় নৌকা দিয়েই পারাপার হতে হয়। ভাড়া প্রথম লকডাউনে যা বাড়ানো হয়েছিলো তাই রয়েছে। এইবার আর ভাড়া বাড়ানো হয়নি। 

শ্যামবাজার ঘাট থেকে কেরানীগঞ্জ ঘাটে চারজন নিয়ে গেলে ১০ টাকা আর রিজার্ভ গেলে ২০ টাকা। কিন্তু আগের মতো আয় নেই মাঝিদের। লঞ্চ বন্ধ থাকায় যাত্রী কমে যাওয়াসহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে মাঝিরা। শ্যামবাজার ঘাটে বসবাসরত মাঝি কামরুল হাসান বলেন, আগে আয় হতো ৪০০ থেকে ৫০০ টাকা, আর এখন আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা। লঞ্চ সহ সব কিছু বন্ধ থাকায় এখন শুধু যাদের প্রয়োজন তারাই নৌকায় চড়ে। এজন্য আয়ও কমে গেছে, পরিবার সামলাইতেও ঝামেলা হচ্ছে।

Link copied!