শাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৩, ০৫:৩০ এএম

শাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বহিরাগত এক যুবক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। তখন ওই যুবকের সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যোগ দিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের পক্ষ নেন কয়েকজন শিক্ষার্থী এবং বহিরাহতদের পক্ষে যোগ দেয় স্থানীয় অনেকে। কথা কাটাকাটি থেকে একপর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট–পাটলেক নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছে। আমরা পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে এর সমাধান করব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এর এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান। এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!