শুক্রবার বিকেলে পুরনো বাণিজ্যমেলার মাঠে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০৩:৫৪ এএম

শুক্রবার বিকেলে পুরনো বাণিজ্যমেলার মাঠে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের শান্তি সমাবেশ

সংগৃহীত ফাইল ছবি

আসছে শুক্রবার(২৮ জুলাই) ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশ করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে এই তিন সংগঠনের সমাবেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) অনুমতি না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সামাবেশ করতে পরামর্শ দেয়।  

এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের জয়যাত্রা—সমাবেশ করার অনুমতি চাইলে ঢাকা বিশ্ববিদালয় প্রশাসন অনুমতি দেয়নি।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের খেলা রয়েছে, ক্লাস পরীক্ষাও চলছে। খেলার মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জনসমাগম ও জনদূর্ভোগ এড়াতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”

এমন পরিস্থিতিতে আগারগাঁও পুরনো বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তবে আগামীকালকের (বৃহস্পতিবার) সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার(২৮ জুলাই) করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

সমাবেশের তারিখ একদিন পেছানোর যুক্তি হিসেবে তিনি বলেন, “আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি বৃহস্পতিবার সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার চূড়ান্ত করা হয়েছে।”

এদিকে,  আওয়ামী  যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী দ্য রিপোর্ট ডট লাইভকে  এবিষয়ে বলেন, “মানুষের স্বস্তি ও জনদূর্ভোগের কথা চিন্তা করে এই সিধান্ত নিয়েছে যুবলীগ। আমরা মানুষের জন্য মানুষের প্রয়োজনে ছাড় দিতে রাজী কিন্তু বিএনপি জামাত কে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।”

আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ স্থান হিসেবে  আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি পরিদর্শন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

প্রসঙ্গত, রাজধানীতে বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন,  বিএনপি ও সমমনা বেশ কয়েকটি  রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। একই দিনে অনেকগুলো রাজনৈতিক দলের সমাবেশ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো  অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের করা হয়েছে। সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্যের পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বেশ কয়েকটি টিম নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

Link copied!