শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:৫২ এএম

শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

মামলা করা হয়েছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘শ্রম আইন-২০০৬ এর সর্বশেষ সংশোধনী (২০১৮) অনুযায়ী গ্রামীণ টেলিকম ৩টি আইন লঙ্ঘন করেছে। সেগুলো হলো, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, বাৎসরিক অর্জিত ছুটির পরিবর্তে নগদ অর্থপ্রদান না করা ও শ্রমিক কল্যাণ তহবিলে বাৎসরিক লভ্যাংশের ৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও গ্রামীণ টেলিকম তা প্রদান করেনি‘। এসব অভিযোগ এনে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর ৩ আসামি হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান ও শাহ জাহান।

কলকারখানা ও পরিদর্শক অধিদপ্তরের ডিআইজি এ কে এম সালাউদ্দিন বলেন, ‘নিয়মানুযায়ী প্রতি বছর কোম্পানির লভ্যাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন করার কথা থাকলেও কিন্তু গ্রামীণ টেলিকমের এ লভ্যাংশ বণ্টন করেনি। এছাড়া আরও দুটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়া হলেও তারা এ আইনটি বাস্তবায়ন করেনি’।

Link copied!