৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশের এই কনস্টেবল

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৪, ০৬:০০ এএম

৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশের এই কনস্টেবল

আব্দুস ছামাদ। ছবি: সংগৃহীত

শেখার যে কোনো বয়স নেই- সে কথা আবারও প্রমাণ করে দিয়েছেন বগুড়ার ট্রাফিক বিভাগের কনস্টেবল আব্দুস ছামাদ। ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে অংশ নিয়েছেন এসএসসি পরীক্ষায়। উত্তীর্ণ হয়েছেন জিপিএ ৪.২৫ পেয়ে। গতকাল রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পরই তার কৃতিত্বের বিষয়টি দৃষ্টিগোচর হয়। এই বয়সেও শিক্ষানুরাগের দৃষ্টান্ত স্থাপনের জন্য তার কর্মস্থলের সবাই সাধুবাদ জানাচ্ছেন।

আব্দুস ছামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। এখন বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন তিনি। দুই বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেন এই পুলিশ সদস্য।

আব্দুস ছামাদের ভাষ্য, “গত দুই মাস হলো বগুড়া কর্মস্থলে যোগদান করেছি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলাম। সেখানে থাকাবস্থায় ঈশ্বরদী থেকে স্কুলটি কাছে হওয়ায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হই। এখান থেকে এসএসসি পাস করেছি। তবে রেজাল্টের আগেই বগুড়ায় বদলি হয়ে যাই আমি।”

তিনি বলেন, “প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পাই। তখন আমার এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষদিকে, আর মাত্র ২ মাস বাকি। চাকরি শেষে আমার অবসরটা বসে না থেকে কিছু করতে চাই। এ জন্য নতুন করে পড়ালেখা শুরু করেছি। এবার এইচএসসি পাশের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তারপরে হোমিও চিকিৎসা নিয়ে পড়বো।”

আব্দুস ছামাদ বলেন, “অবসরের জীবনটা এমনি এমনি কাটাতে চাই না। আমার অনেক দিনের ইচ্ছা হোমিও চিকিৎসা পেশায় আসা। সেই উদ্দেশ্য নিয়েই এসএসসি দিয়েছি। বগুড়ার হোমিও কলেজ থেকে পড়ালেখার ইচ্ছা আছে আমার।”

স্বামী আব্দুস ছামাদের সাফল্যে অনুভূতি প্রকাশ করে ফাতেমা বেগম বলেন, এমনও ঘটনা ঘটেছে, সারা দিন ডিউটি করে রাত ১২টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে ঘরে আলো জ্বালিয়ে বই খুলে পড়াশোনা করছেন। পড়াশোনাকে খুব সিরিয়াসভাবেই নিয়েছিলেন তিনি। এ কারণেই ভালো ফল করতে পেরেছেন।

এদিকে সহকর্মীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, “অদম্য ইচ্ছাশক্তি থাকলে পড়াশোনায় বয়স যে কোনো বাধা নয়, তা প্রমাণ করেছেন আবদুস ছামাদ। তার এই সাফল্যে আবারও প্রমাণ হয়েছে, শিক্ষার কোনো বয়স নেই।”

বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, “চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাশ করা খুবই আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে শিক্ষার প্রতি তার একটা আগ্রহ ও অনুরাগ থেকে গেছে। একে সাধুবাদ জানাই। যখন পুলিশ ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছিলেন, তখন শিক্ষাগত যোগ্যতা ছিল অষ্টম শ্রেণি পর্যন্ত। তিনিও সেটাই করেছিলেন। পরবর্তীতে হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে, সুযোগ-সুবিধার অভাবে হয়তো পড়তে পারেননি।”

আব্দুস ছামাদের ব্যক্তিজীবনে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছেন। বড় ছেলে ঢাকায় আছেন। মেয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) পড়াবস্থায় বিয়ে হয়ে গেছে। আর ছোট ছেলে ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন।

Link copied!