সংক্ষিপ্ত নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৭:৫১ পিএম

সংক্ষিপ্ত নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনার নিয়োগে ২০ জনের নামের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শনিবার বেলা ১১টার দিকে সার্চ কমিটি বৈঠকের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে। 

সরাসরি দেখুন

সার্চ কমিটির বৈঠকের সিদ্ধান্ত

বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আরও দুটি সভার প্রয়োজন

সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ (সমন্বয় ও সংস্কার) সচিব শামসুল আরেফিন বলেন, আজকের সভায় অনুসন্ধান কমিটির সকল সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। আইনে প্রদত্ত, বর্নিত ও যোগ্যতা অনুসারে যাচাই পূর্বক প্রস্তাবিত নাম থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দুই একটি সভার মধ্যে দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সভায় আগামীকাল রবিবার বিকেল ৪টা ঘটিকায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত নামের বাইরে আর কোন নাম আসবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু-একটি মিটিং এর পরে বিস্তারিত জানতে পারবেন। কমিটির সিদ্ধান্তের উপর সকল কিছু নির্ধারণ করা হবে। ১০ জনের নাম প্রকাশ করা হবে কি না এমন এক প্রস্তাবে তিনি আরো বলেন, সকল কিছু কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ধারণ করা হবে।

Link copied!