সংবাদ সংগ্রহে ভিসা ছাড়াই সাংবাদিকরা তুরস্কে যেতে পারবেন

কূটনৈতিক প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:২৭ এএম

সংবাদ সংগ্রহে ভিসা ছাড়াই সাংবাদিকরা তুরস্কে যেতে পারবেন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সংবাদ সংগ্রহ করতে যেতে আগ্রহী সাংবাদিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি। সাংবাদিকদের তুরস্ক যেতে কোনোরকম ভিসার প্রয়োজন হবে না।

বুধবার রাজধানীতে তুরস্ক দূতাবাসের নিজস্ব ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

পোস্টে তিনি বলেছেন, ‘কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ভূমিকম্পের কারণে পেশাদার কাজের অনুরোধের জন্য প্রেস ভিসার প্রয়োজন হবে না। প্রেস সদস্যদের অ্যাসাইনমেন্টপত্র, ছবি ও পাসপোর্টের কপিসহ ই-মেইলে (pressaccreditation@iletisim.gov.tr) আবেদন করতে হবে।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। দেখলে মনে হবে যেনো ধ্বংসস্তুপ। উদ্ধার কাজ চলছে পুরোদমে। মৃত্যুমিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ। এ পর্যন্ত কয়েক হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তুরষ্কের। অন্যদিকে, সিরিয়ায়ও লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ২ কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছেন বলে জানিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র জরুরি কর্মকর্তা আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

Link copied!