সিলেট বিভাগের ৩ জেলায় চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২২, ০৪:২১ পিএম

সিলেট বিভাগের ৩ জেলায় চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে এ ধর্মঘট চলছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে দুই দিনের পরিবহন ধর্মঘট।

এদিকে, অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস-মিনিবাস চলাচল বন্ধের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ি না পেয়ে অনেকেই ফিরে যান। বিকল্প উপায়ে গন্তব্য পৌঁছাচ্ছেন তাঁরা। এতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি খরচও। পরিবহন বন্ধ রাখায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘট নিয়ে বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘটের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, কারা কী জন্য ধর্মঘট ডেকেছেন এটা বোঝার বাকি নেই। তবে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

Link copied!