সিলেটে আবারও আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৫:০৫ পিএম

সিলেটে আবারও আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি

আবারও সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে ১৯ দিনের ব্যবধানে দল দুটির পক্ষ থেকে তিন দফা পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক ঘণ্টার ব্যবধানে এক কিলোমিটার দূরত্বে কর্মসূচি পালন করবে দুটি দল। 

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি কর্মসূচি ঘোষণা করে যে, তারা আগামী শনিবার বেলা দুইটায় জেলা সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে। এ কর্মসূচিতে যোগ দিতে দলটির পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিটি ইউনিট বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আগামী শনিবার বেলা তিনটায় আওয়ামী লীগ নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করবে। 

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি সম্প্রতি যতবারই কর্মসূচি ডেকেছে, ঠিক ততবারই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ডেকেছে। এটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তবে শত বাধাবিপত্তি সত্ত্বেও বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়, মূলত আওয়ামী লীগ শান্তির বার্তা সবখানে পৌঁছে দিতেই একটি চিহ্নিত অপশক্তি গোষ্ঠীর বিরুদ্ধে কর্মসূচি ডেকেছে। তবে দুই দলের কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই তিনি মনে করছেন।

আওয়ামী লীগ ও বিএনপির ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা বলেন, ৪ ও ১৮ ফেব্রুয়ারি দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছিল। তবে দুটি দলই সেবার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছিল। এবারও আগের মতো আতঙ্ক থাকলেও দুটি দলই শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি শেষ করবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে টহল পুলিশের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

Link copied!