সিলেটে বন্যা: দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৪:৪৭ এএম

সিলেটে বন্যা: দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু
 
 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জে টিটু চৌধুরী নামে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুই দিনে বহুবার ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী। শনিবার সকাল ১১টা ১৪ মিনিটে সিলেট ছাড়তে রেলস্টেশনে মানুষের হিড়িক - এমন একটি সংবাদ শেয়ার করেছিলেন তিনি।

এর মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যায়। টিটু যে এলাকায় থাকতেন ওই এলাকাতেও পানি বাড়তে থাকায় সে তার মাকে নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। সেসময় বাসার ভেতরে পানিতে দাঁড়িয়ে টিভির সুইচ খুলে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। জানা গেছে, তার বাসার কাছেই বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিলো।  

Link copied!