সিলেটের পথে মুহিতের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০৮:৪৫ পিএম

সিলেটের পথে মুহিতের মরদেহ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেটে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রবিবার পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের সাধারণ মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে মুহিতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সোয়া একটার দিকে তার মরদেহ নেওয়া হয় ঢাবি কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সাবেক মুহিতের মরদেহ নিয়ে ফ্রিজিংভ্যান সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে গুলশানে আজাদ মসজিদের মুহিতের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। 

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুহিত। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

Link copied!