সোমবার থেকে সিনোফার্ম, মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২১, ১০:৩৪ পিএম

সোমবার থেকে সিনোফার্ম, মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেওয়া হবে

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে দেশের জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে সোমবার (১২ জুলাই) থেকে চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

রবিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. শামসুল হক বলেন, ‘সিনোফার্মের টিকা দেওয়ার  পাশাপাশি মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।’

সারাদেশে আজকের (১১ জুলাই) মধ্যেই টিকা কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, ‘গতকাল রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি সোমবার থেকে সারাদেশে সিনোফার্ম এবং মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।’

গত ২৭ জানুযায়ি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের কাছ থেকে পাওয়া সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। আর গত ৭ ফেব্রুয়ারি থেকে  শুরু হয় দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি। ওইদিন ঢাকাসহ সারা দেশের ১ হাজার ৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হয়।

পরবতীতে ভারত সরকার করোনা টিকা রফতানি বন্ধ করলে দেশে টিকাদান কর্মসূচিও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে সরকার বিভিন্ন দেশ থেকে করোনার টিকা সংগ্রহের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা আসে। আর তাদের পাঠানো করোনাভাইরাস প্রতিরোধী সিনোফার্ম ও মডার্নার  টিকা দিয়েই সরকার দেশে ফের টিকাদান কর্মসূচি চালু করে।

Link copied!