সৌদির সঙ্গে মিল রেখে ১০ জেলায় ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ০৩:৩৪ এএম

সৌদির সঙ্গে মিল রেখে ১০ জেলায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার নারায়ণগঞ্জ, চাঁদপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, দিনাজপুর ও শরীয়তপুরের কিছু কিছু এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় 'জাহাগিরিয়া তরিকার' অনুসারীরা ঈদ পালন করেন। সকাল ১০টায় ঈদের নামাজ আদায় শেষে তারা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

মাদ্রাসার সভাপতি এম এম মোর্শেদ আলী বলেন, 'এখানে প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করা হয়। এখানে টঙ্গী, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁও উপজেলা থেকে অনেকে এসে ঈদের নামাজে অংশ নেন।' তিনি বলেন, 'পৃথিবীতে চাঁদ একটি। পৃথিবীর যেই প্রান্তেই চাঁদ দেখা যায় আমরা সেই অনুযায়ী ঈদ পালন করি।'

Link copied!