তাসকিন আহমেদকে সাথে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরেছিলেন সাইফউদ্দিন। তবে সহ অধিনায়ক হিসেবে জায়গা করে নিতে পারেননি তিনি। এমনকি মূল দলেও নিজের জায়গাটা বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন এই অলরাউন্ডার।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে বিশ্বকাপের বেশ কিছুদিন আগেই ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের আগামী ২১, ২৩ ও ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।