স্বপ্ন’র সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২১, ০২:৩৭ এএম

স্বপ্ন’র সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

দেশের অন্যতম একটি চেইন সুপার শপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (৮ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এসময় তিনি জানান, গত ৩ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ১৮, ২৩, ৩৪, ৩৫ ধারায় একটি মামলা (মামলা নং-৭) দায়ের করে সুপার শপ স্বপ্ন কর্তৃপক্ষ।

সেই মামলার প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করে শনিবার রাতে নওগাঁ থেকে মোঃ নাসিমুল ইসলাম (২৩), গাইবান্ধা থেকে রেহানুর হাসান রাশেদ (২২) এবং রাইসুল ইসলাম (২৫) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি মোবাইল, ২টি ল্যাপটপ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে ক্রয়কৃত বিপুল পরিমান পণ্য সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ কমিশনার জানান, চক্রটি স্বপ্ন’র সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকার ডিজিটাল ভাউচার তৈরী করে ফেসবুক গ্রুপের মাধ্যমে ২৫% ছাড়ে কয়েকটি ই-কমার্স ইউজারদের কাছে বিক্রি করে। এভাবে তারা জালিয়াতির মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একাউন্টে জমা করে। তাদের কাছ থেকে জব্দ করা ডিজিটাল ডিভাইস থেকে প্রায় ২০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের তথ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, চক্রটি প্রথম সারির এয়ারলাইন্স, প্রসিদ্ধ বাস কোম্পানি, ইলেকট্রনিক গেজেট, চেইন আউটলেটসহ স্বনামধন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।

Link copied!