হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২১, ১১:২০ পিএম

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

হবিগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ চলাকালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশসহ অন্তত ২০ জনের আহতের খবর জানা গেছে। তবে ছাত্রদল নেতাদের দাবি, সংঘর্ষে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) বেলা ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করা করে।

বিএনপির নেতাকর্মীরা জানান, ‘সারাদেশে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর শহরের শায়েস্তানগর এলাকার বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন।’

‘এক পর্যায়ে জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে শায়েস্তানগর পয়েন্টে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন।’

অপরদিকে পুলিশ জানায়, ‘কোনো অনুমতি ছাড়াই বিএনপি অংশসংগঠন তিনটির নেতাকর্মীরা প্রধান সড়কে যান চলাচল ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।’

‘এক পর্যায়ে রাস্তায় ব্যরিকেড দিয়ে আগুন জ্বালায়। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!