২ ট্রান্সজেন্ডারসহ ‘বিশেষ’ ৭ জনকে নিয়োগ দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২১, ১১:৪৯ পিএম

২ ট্রান্সজেন্ডারসহ ‘বিশেষ’ ৭ জনকে নিয়োগ দিল ডিএনসিসি

প্রথমবারের মতো ২ জন ট্রান্সজেন্ডার, ২ জন এসিডদগ্ধ নারী, ২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের ভাইসহ মোট ৭ জনকে বিভিন্ন পদে চাকরি দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি।

বুধবার (২২শে ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত "সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম" উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলে।

 "সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম" এর এবারের মূল প্রতিপাদ্য "কমলা রং এর বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি"।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, “ডিএনসিসি ২ জন ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, ২ জন এসিডদগ্ধ নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, ২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের সহোদর ভাই মনির হোসেন মোট ৭ জনকে চাকরি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি বলেন, “নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপসহ সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে নৈতিকশিক্ষা ও মূল্যাবোধগুলো জাগিয়ে তুলতে হবে, নারী-পুরুষ সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।”

Link copied!