২১ মাস বেতন পান না কুমিল্লার ১৫ শিক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০৪:৪১ পিএম

২১ মাস বেতন পান না কুমিল্লার ১৫ শিক্ষক

কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের ১৫ শিক্ষক ২১ মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে বেকায়দায় পড়েছেন তাঁরা। পবিত্র ঈদুল ফিতরের আগেই তাঁরা বেতন-ভাতা পেতে চান।

কলেজ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কুমিল্লা নগরের শাকতলা এলাকায় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অর্থায়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া হতো। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর এটি জাতীয়করণ হয়। এরপর সরকার থেকে বেতন দেওয়া শুরু হয়।

বর্তমানে এ কলেজে ১ হাজার ১০০ শিক্ষার্থী এবং ৩৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আছেন। কিন্তু কলেজের ১৫ শিক্ষক অতিরিক্ত বেতন-ভাতা নিচ্ছেন এমন অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তৎকালীন অধ্যক্ষ এ কে এম এমদাদুল হক। এ অবস্থায় ১৫ শিক্ষক ২০২০ সালের মে মাস থেকে (২০২১ সালের মে, জুন, জুলাই ব্যতীত) বেতন-ভাতা পাচ্ছেন না। তখন থেকেই অধ্যক্ষের সঙ্গে এই ১৫ শিক্ষকসহ অন্য শিক্ষকদের দ্বন্দ্ব শুরু হয়। এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি এ কে এম এমদাদুল হককে এই কলেজ থেকে চট্টগ্রামের সন্দ্বীপের সরকারি হাজী এ বি কলেজে বদলি করা হয়। এরপর ৫ এপ্রিল এ কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন মোহাম্মদ আবুল হোসেন। এরপরও মিলছে না বেতন–ভাতা।

Link copied!