৮ দিনের ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২১, ০৯:৫৯ পিএম

৮ দিনের ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

দলীয় কর্মসূচিতে যা থাকছে

২৫ নভেম্বর: জাতীয়তাবাদী যুবদল রাজধানী ঢাকাসহ  সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। রাজধানীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে।

২৬ নভেম্বর: রাজধানীসহ সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২৮ নভেম্বর: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে। রাজধানীর কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর: দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবে বিএনপি।

১ ডিসেম্বর: বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে। ঢাকার সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

২ ডিসেম্বর: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে।  ঢাকার মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

৩ ডিসেম্বর: জাতীয়তাবাদী কৃষক দল ঢাকাসহ সারাদেশে মৌন মিছিল করবে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

৪ ডিসেম্বর: জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মৌন মিছিল করা হবে।

কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, সমস্ত কর্মসূচি ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কর্মসূচি পরিবর্তন হতে পারে।

খালেদা জিয়া ইস্যুতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করছি। সমাজে খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে, সব পরিস্থিতি বুঝে আমাদের কর্মসূচি দিতে হয়। কোনও হঠকারিতামূলক কর্মসূচি আমরা দিতে চাই না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু সপ্তাহ না ঘুরতেই শনিবার (১৩ নভেম্বর) তাকে আবার হাসপাতালে ভর্তি করার পর এখন সিসিইউতে রাখা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ২৫ অক্টোবর ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।ওইসময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি।

দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চারবার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

Link copied!