‘আলোচনায় আসলেই বিএনপির দাবি আমলে নেবে নির্বাচন কমিশন’

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২২, ০৩:২২ এএম

‘আলোচনায় আসলেই বিএনপির দাবি আমলে নেবে নির্বাচন কমিশন’

বিএনপি যদি নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দিয়ে কোন প্রস্তাব দেয় তাহলে নির্বাচন কমিশন (ইসি) অবশ্যই তাদের প্রস্তাব আমলে নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

ইসি মো. আলমগীর বলেন, “বিএনপিকে অবশ্যই আলোচনায় আসতে হবে। কারণ যিনি আলোচনায় আসলেন না, কথা বললেন না; তাদের বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। যারা নির্বাচনে আসবেন আমাদের তাদের বিষয় বিবেচনায় নিয়ে চিন্তা করবো।”

বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি আরও বলেন, বলেন, “বিএনপি যদি নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দিয়ে কোন প্রস্তাব দেয়; তাহলে অবশ্যই তাদের প্রস্তাব আমরা আমলে নেবো। তাদের প্রস্তাব আমলে না নেওয়ার সুযোগ নেই।”

আলোচনায় এসে বিএনপি যদি বলে ‘ নির্বাচনে যাবো, ইভিএম চাই না’ তখন নির্বাচন কমিশন কী করবে-এমন প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর বলেন, “তাহলে তাদের প্রস্তাব অবশ্যই আমলে নেবো। কারণ তখন আসবেন। এসে বলবেন যে আমরা নির্বাচনে যাবো। আমরা এটা চাই। তখন তো সেটাই আমরা নেবো। কারণ উনারা নিবন্ধিত রাজনৈতিক দল। আমলে না নেওয়ার তো সুযোগ নেই। যেহেতু সংলাপে, আলোচনায় আসেনি; কাজেই উনাদের কথা তো রেজ্যুলুশনভুক্ত করে আলোচনা করতে পারি না।

নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘যতগুলো নিবন্ধিত দল আছে, আমরা চাইবো সবাই আসুক। সবাই যদি আসে দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল। খুবই ভাল কাজ হবে। কিন্তু এখন কেউ যদি বলে আমরা নির্বাচনে যাবো না, তাহলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা তো আমাদের দেওয়া হয়নি।”

ইসি মো. আলমগীর বলেন, “এখন নির্বাচনে যারা আসবেন, কমিশনের দায়িত্ব হলো তাদের নিয়েই চিন্তা-ভাবনা করতে হবে। তারা কী বলছেন তাদের কথাই তো গুরুত্ব দিতে হবে। কেউ যদি বলেন, আমি নির্বাচনে যাবো না, উনি কী চাচ্ছেন নির্বাচনে সেটা তো গুরুত্বে আনার সুযোগ নেই।”

বেশ কয়েকটি রাজনৈতিক দল রাজি না হলে কি ইভিএম থেকে সরে যাবেন কী না-এমন প্রশ্নের জবাবে  নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, “ সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। উনারা যদি বলেন আর আমরা যদি কনভিন্সড হই যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলবো আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না।”

Link copied!