‘কর্মীর সালাম নিতে কষ্ট হয়, বালিকার সঙ্গে সেলফিতে হয়না’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২১, ০১:৩৫ এএম

‘কর্মীর সালাম নিতে কষ্ট হয়, বালিকার সঙ্গে সেলফিতে হয়না’

নেতা হওয়ার পর কর্মীদের সালাম নিতে কষ্ট হলেও বালিকাদের সঙ্গে সেলফি তুলতে কষ্ট হয়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শনিবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় তিনি একথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমরা অনেকেই নেতা হওয়ার পর তৃণমূলের দিকে ফিরেও তাকাই না। স্বাভাবিক শিষ্টাচার, সৌজন্যটুকুও দেখাই না। কর্মীদের সালাম নিতে আমাদের কষ্ট হয়। অথচ সুন্দরী বালিকা এসে যদি সেলফি তোলার আবদার করে, তাদের সঙ্গে সেলফি তুলি’।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারকে স্মরণ করে বলেন, ‘আতাউর রহমান খান কায়সার আমাদের নেতা ছিলেন। তিনি ছিলেন কর্মীবান্ধব ও দলের প্রতি অন্তঃপ্রাণ। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা যাদের নেতা বানিয়েছিলেন, দলের বিভিন্ন পদ-পদবী দিয়েছিলেন, তাদের অনেকেই বিশ্বাসঘাতকতা করে সংস্কার প্রস্তাব দিয়ে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। তখন একমাত্র কায়সার ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে ‍সুধাসদনের সামনে গিয়ে নেত্রীর পক্ষে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলেন। নেত্রীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। তিনি আমাদের ‍হৃদয়ে বেঁচে থাকবেন’।

Link copied!