‘টিকাদানে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ’

দ্য রিপোর্ট

মার্চ ৪, ২০২১, ০১:৪৩ এএম

‘টিকাদানে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ’

করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ার। এছাড়া টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বলেও তিনি মন্তব্য ব্যক্ত করেন।

বুধবার বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন। সেসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে জেরেমি ব্রুয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, অন্যান্য বিদেশী কূটনীতিকের সাথে তিনি নিজেও ঢাকাতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

কোভিড-১৯ নিয়ন্ত্রণে অষ্ট্রেলিয়ার দূতের প্রশংসায় প্রধানমন্ত্রী জানান, সব সেক্টরের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার সফলভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, 'আমরা প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ সদস্য, দলীয় নেতা-কর্মীসহ সকল সরকারি সংস্থাকে কোভিড-১৯ এর এই চ্যালেঞ্জ মােকাবিলার জন্য নিযুক্ত করেছি।'

এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে সফল প্রত্যাবাসনে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অষ্ট্রেলিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় যে সকল দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অষ্ট্রেলিয়া অন্যতম। অষ্ট্র্রেলিয় দূত তাদের জাহাজযোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্র যাত্রায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আসন্ন সফরের কথা উল্লেখ করে জেরেমি ব্রুয়ার বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা চায়।

দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে জেরেমি ব্রুয়ার বলেন, তারা অর্থনৈতিক অগ্রগতি ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

Link copied!