‘যুবলীগ এবং যুবসমাজ ভবিষ্যৎ সমাজ গঠনে নেতৃত্ব দেবে’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:০৯ পিএম

‘যুবলীগ এবং যুবসমাজ ভবিষ্যৎ সমাজ গঠনে নেতৃত্ব দেবে’

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ গণমাধ্যমে বলেন, “এই মহান বিজয়ের মর্যাদা রক্ষার জন্য আমাদের যুবসমাজ এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তাদের সম্মানবোধ দেখাতে হবে।”

শেখ পরশ বলেন, “ আমাদের পূর্বপুরুষরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ত্যাগ স্বীকার করে গেছেন। সেই ত্যাগের মাধ্যমে উদ্ভাসিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনই আমাদের যুবলীগের কাম্য। আমাদের যুবলীগ এবং যুবসমাজ আগামীর ভবিষ্যৎ সমাজ গঠনে নেতৃত্ব দেবে।”

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান।

Link copied!