‘লাঠিসোটা নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২২, ০৮:৩৭ পিএম

‘লাঠিসোটা নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না’

আগামীতে সমাবেশে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আসলে আইন শঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, “আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লাঠিতে দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছে। এগুলো কী বোঝাতে চেয়েছেন তা দেশের সাধারণ মানুষ বোঝেন। নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা আপনাদের পলিটিক্যাল কর্মসূচি পালন করুন। সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠি সোটা নিয়ে আসা এটা আইনসিদ্ধ কাজ নয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে থাকবে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে সেটাও আমাদের জিজ্ঞাসা। সবকিছু মিলেই আমরা মনে করি, সবাই যেন আইন মেনে চলে। সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে, এটাই আমি আশা রাখি।”

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে।’

Link copied!