“একদিন মরে যাব…” স্ট্যাটাসের ১৩ দিনের মাথায় মারা গেল তরুণ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ১২:৩৫ এএম

“একদিন মরে যাব…” স্ট্যাটাসের ১৩ দিনের মাথায় মারা গেল তরুণ

৯ ডিসেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তরুণ সাজেদুল ফয়সাল। সেখানে তিনি লেখেন, “একদিন মরে যাব ড্রেনে পড়ে, খুঁজলেও আর পাবে না।” এটি ছিল ফেসবুকে তাঁর লেখা শেষ স্ট্যাটাস।

মাত্র ১৩ দিনের মাথায় তার স্ট্যাটাসটির শেষাংশ সত্য হয়ে ধরা দিয়েছে।

[facebook-post]https://www.facebook.com/sajedul.foisal/posts/3025099811090208[/facebook-post]

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত হন ফয়সাল।

ফেসবুকে সাজেদুলের সেই স্ট্যাটাসের নিচে শোক প্রকাশ করছেন বন্ধু-স্বজনেরা।

মো. ফাহিম নামের একজন লিখেছেন, “ড্রেনে না পড়লেও ঠিকই তুমি বাইক দুর্ঘটনায় মারা গেলে।” সোহান ইসলাম লিখেছেন, “ভাই, তোমার কথার সাথে মিলে গেছে।”

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তেন ফয়সাল। সড়ক দুর্ঘটনায় আহত হন তার বন্ধু ও ওমানপ্রবাসী আকিব হোসেন। তাদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ারটিলা গ্রামে। তবে ফয়সাল চট্টগ্রাম নগরীতে থাকতেন। বাবা আবদুস সালাম ওমানপ্রবাসী। তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট।

ফয়সালকে নিয়ে তার বন্ধু আকিব বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়িতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফয়সাল গাড়ি চালাচ্ছিলেন আর আকিব পেছনে বসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Link copied!