এ যেনো কোনো সিনেমার গল্প। সড়কের পাশে পেট্রোল পাম্পে রাখা ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরণে বিপুল প্রাণহানির শঙ্কায় নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত গাড়িটি চালিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যান চালক মোহাম্মদ ফয়সাল। অনেকটা সিনেমার মতো শোনালেও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। সেখানে কাম্বরানি সড়কের পাশে পেট্রলপাম্পে রাখা ট্যাংকারে আকস্মিক আগুন ধরে যায়। তখন জ্বলন্ত গাড়িটি মুহাম্মদ ফায়সাল যেভাবে চালিয়ে নিয়ে যান, দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, “আমার ওই সময় মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব। আগুন দেখতে পেয়ে আমি দ্রুত গাড়িটি চালিয়ে নেওয়ার চেষ্টা করি, যদিও দাউ দাউ করে আগুন জ্বলছিল।”
এসময় আশপাশের লোকজন ট্যাংকার থেকে কালো ধোঁয়া বের হতে এবং আগুনের শিখা দেখতে পান, তাঁরা চিৎকার করতে থাকেন। চালককে গাড়ি থামানোর অনুরোধ করতে থাকেন আতঙ্কিত লোকজন।
নিজের জীবনকে সর্বোচ্চ ঝুঁকিতে রেখে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় দুই কিলোমিটার চালিয়ে নিয়ে যান ফায়সাল। দৃঢ় মনোবলের এই ট্যাংকারচালক বলেন, “আমার প্রথম চিন্তা ছিল মানুষের জীবন বাঁচানো।”
ঘটনাকে ভয়ংকর বলে স্বীকার করেন মোহাম্মদ ফয়সাল। সাহসী এই চালক বলেন, “আমার মনে হয়েছে আমি মারা যাব, কিন্তু লোকজনের প্রাণ নিয়েআমি উদ্বিগ্ন ছিলাম।”
Heroic oil tank driver, Muhammad Faisal's selfless act of driving his burning vehicle away from a petrol pump went viral on social media.
— The Express Tribune (@etribune) June 8, 2022
Faisal who hails from #Quetta recalled the nerve-wracking terrifying moments, "I thought now the oil tanker will explode and I will die." pic.twitter.com/cyMAWRUot6
দুই কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে ট্যাংকারচালক আরও বলেন, “প্রতিবার যখনই তিনি ট্যাংকার থামাবেন বলে সিদ্ধান্ত নেন, তখন কাছাকাছি কিছু লোক দেখতে পান। এতে তিনি ট্যাংকার চালিয়ে নিতে বাধ্য হন।”
নিজের মৃত্যু নিয়ে প্রস্তুত ছিলেন উল্লেখ করে ফায়সাল বলেন, “আমি আমার মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’ চালকের কাছে এ ঘটনাটি বেশি ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ মনে হওয়ার কারণ হলো, ট্যাংকারটিতে ১০ হাজার লিটারের বেশি পেট্রল ছিল। শেষ পর্যন্ত ফায়সালের চেষ্টায় সুফল পাওয়া গেছে। একপর্যায়ে ট্যাংকারটি থামানো হলে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।”