এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৪, ০৭:০২ পিএম

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

ছবি: সংগৃহীত

এফডিসিতে শিল্পী সমিতির দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মুহূর্তেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হামলার ঘটনায় খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন এবং তার ক্যামেরাম্যানসহ বেশ ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মিশা সওদাগর ও ডিপজল প্যানেলের আয়োজনে দোয়া মাহফিল শেষে এ ঘটনা ঘটে।

এফডিসিতে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোনো একজন ইউটিউবারের সঙ্গে খল অভিনেতা শিবা শানুর মনোমালিন্য চলছিল। সন্ধ্যায় মিশা-ডিপজল প্যানেলের শপথগ্রহণ শেষ হলে তাকে ডেকে নেন শিবা। তাদের কথা কাটাকাটির একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। এর ফলশ্রুতিতে শিবা, জয় চৌধুরী আলেকজান্ডার বো সাংবাদিকদের ওপর হামলে পড়েন।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন মিশা সওদাগরসহ অন্যান্য শিল্পীরা।

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে খল অভিনেতা ডিপজল বলেন, ‘বিষয়টা দুঃখজনক। আমরা এটা দেখছি। যেভাবে বিষয়টি দেখা দরকার সেভাবেই আমরা দেখছি।’

Link copied!