গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ত্যাগের পর বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই শপথ নিয়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী বিশিষ্ট সমাজসেবক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ সদস্য। উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আর এই শপথ বাংলাদেশের প্রেক্ষাপটে গড়লো নতুন এক ইতিহাস। কারণ নাহিদ ও আসিফ এতো অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড এই দেশের ইতিহাসে নেই। এছাড়াও তাদের পড়ালেখা যেমন এখনোও শেষ হয়নি তেমনই এতো অল্প বয়সে অনেক বড় দায়িত্বও পড়েছে তাদের উপর। এই দুটো বিষয়েও রয়েছে ব্যপক গুরুত্ব।
চলুন জেনে আসি অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টার পরিচয়-
সমন্বয়ক নাহিদ ইসলামের জন্ম গ্রহণ করেন ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। বাবা শিক্ষকতা পেশায় রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন ও তিনি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন।
অন্যদিকে আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরের আকুবপুর গ্রামে। তার বাবা মো. বিল্লাল হোসেন। পেশায় একজন শিক্ষক। তার মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
আসিফ মাহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কয়েকজন নেতাকর্মী ছাত্রশক্তি নামের এই সংগঠন গড়ে তোলেন।