এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনে যেতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই বলেন জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এনসিপি এই মুহূর্তে কোনো জোটে যেতে চায় না বলেও জানান তিনি।
বুধবার, ৩০ এপ্রিল বিকেলে রাজধানীর বাংলামোটরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘রাজনৈতিক জোট গঠনের জন্য নয়, সংস্কার নিয়ে ঐকমত্য গড়তেই এই বৈঠক। বেশ কিছু সংস্কারে গণসংহতি আন্দোলনের সাথে একমত হয়েছে এনসিপি। কিছু ক্ষেত্রে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্যের চেষ্টা চলছে।’
এ সময় নাহিদ ইসলাম আবারও বলেন, ‘গণপরিষদ নির্বাচনেই বিশ্বাসী এনসিপি।’
এর আগে গত ১৬ এপ্রিল গুলশানে মার্কিন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে এনসিপি নির্বাচনে যাবে না।
ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে নাহিদ বলেন, ‘বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।’
তারও আগে গত ২০ এপ্রিল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, পুরোনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চায় না দলটি।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। পুরোনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চাই না। নির্বাচন কমিশন সতর্ক থাকবে। সরকার থেকে কোন নির্দেশনার বাইরে কমিশন কিছু বললে আমরা সন্দেহ পোষণ করি।’
এদিকে এনসিপির সঙ্গে আলোচনা শেষে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যার বিচার দৃশ্যমান হতে হবে বলে জানান জোনায়েদ সাকী।