রোজায় ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর না

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১০:৫৩ এএম

রোজায় ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ছবি

আসন্ন রমজানে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বেসরকারিভাবেও এ ধরনের ইফতার পার্টি আয়োজনকে নিরুৎসাহিত করার কথা বলেছেন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অফসোর ব্যাংকিং আইন, ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে যারা অনিবাসী বা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান অফসোর অ্যাকাউন্ট খুলতে পারবে লাইসেন্সের মাধ্যমে। মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, ইউয়ানসহ পাঁচ মুদ্রায় লেনদেন করা যাবে। তফসিলি ব্যাংক থেকে অফসোর ব্যাংকিং এর লাইসেন্স নিতে হবে। যারা আগে অনুমোদন নিয়েছে তাদের অনুমোদন নিতে হবে না। বিদেশিরা বা অনাবাসীরা বিদেশি মুদ্রায় আমানত রাখতে পারবে। সেটার নির্ধারিত হারে লভ্যাংশ ও সুদ পাবে।’

মো.মাহবুব হোসেন বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা তাদের অফসোর ব্যাংকিং এর লভ্যাংশ নিলে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে। এই ব্যাংকে লেনদেনের ফলে লভ্যাংশের উপর কোন কর দিতে হবে না। অফসোর ব্যাংকিং হলে বাংলাদেশে বিদেশি মুদ্রা আসবে যাবে না। যথাযথভাবে সংশ্লিষ্ট বিভাগ পাঠাতে পারলে সংসদের চলতি অধিবেশনে পাশ হতে পারে আইনটি।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এরআগে পবিত্র রোজার মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলার সময়সূচির অনুমোদন দেওয়া হয়। রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’

Link copied!