এই ঈদে হেলিকপ্টারে বাড়ি যেতে চান?

সম্পা আক্তার

এপ্রিল ৬, ২০২৪, ০৭:০৪ পিএম

এই ঈদে হেলিকপ্টারে বাড়ি যেতে চান?

প্রতীকী ছবি

এই ঈদে হেলিকাপ্টারে বাড়ি যেতে চান? দ্রুততর সময়ের মধ্যে কোনো ভোগান্তি ছাড়াই  স্বল্প খরচের ব্যাবধানে বাড়ির উঠানের সামনে নামিয়ে দিবে আপনাকে। যাত্রাপথে  যাত্রীদের ভোগান্তি কমাতে ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান হেলিকপ্টার এই ধরনের সেবা দিয়ে যাচ্ছে। তাদের বহরে রয়েছে প্রায় ৩৫টি হেলিকপ্টার। যা দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দেবে আপনাকে। সেটা কীভাবে? ভোগান্তি ছাড়াই এই হেলিকাপ্টার যাতায়াতের জন্য কি করতে হবে?

বিষয়টি ব্যাখ্যা করে বসুন্ধরা এয়ারওয়েজ কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ‘হেলিকপ্টার উড্ডয়নের আগে আবেদনের সময় হেলিকপ্টার চার্জের ৫০ শতাংশ এবং পরে বাকি টাকা পরিশোধ করতে হয়। যা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে সিভিল অ্যাভিয়েশনকে জানাতে হয়। পারমিশন নিয়ে রাখতে হয়। এর ফলে হেলিকাপ্টার যেখানে অবতরণ করবে তার আশেপাশের সবকিছু পর্যবেক্ষণ করা হয়। এতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকলে তা থেকে রক্ষাও পাওয়া যায়। তবে জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি ১ ঘণ্টার মধ্যেও অনুমতি দেওয়া হয়। এছাড়া যারা ফ্লাই করবে তাদের প্রয়োজনীয় তথ্য, ভোটার আইডি কার্ডের নম্বরও জমা দিতে হয়।’

রায়হান জানান, কেউ যদি ৪ সিটের হেলিকপ্টারের সার্ভিসে ১ ঘণ্টা ফ্লাই করে তাহলে খরচ পড়বে ৮৫ হাজার টাকা। এছাড়া গন্তব্যস্থান অনুযায়ী এই ভাড়া কমবেশি হতে পারে। তবে আকাশ পথে যেহেতু খুব কম সময়ে পৌছানো সম্ভব, তাই কারও বাড়ি ঢাকার কাছে হলে এই খরচ অনেকটাই কমে আসার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে গন্তব্যে পৌঁছাতে যে খরচ হয় হেলিকপ্টার ভাড়া সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। এছাড়া ঈদে ৩-৭ জন একটি হেলিকপ্টারে একসঙ্গে ফ্লাই করতে পারবে। এতে করে জনপ্রতি ভাড়া অনেকটা কমে যাবে যা যাত্রীদের জন্য সুসংবাদ। এভাবে ৫-৭ জন একসঙ্গে ঢাকা থেকে ফ্লাই করলে মাত্র ১০ হাজার টাকার কমেও নিজ বাড়িতে পৌঁছা সম্ভব।’

হেলিকপ্টার সেবা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে বাড়ি ফেরা কিংবা ঘোরাঘুরিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হেলিকপ্টার। সময় সাশ্রয় এবং দীর্ঘ পথ ভ্রমণের ক্লান্তি-ক্লেশ লাঘব করে যাত্রীদের স্বস্তির ভ্রমণ উপহার দিচ্ছে এই উড়াল পথ। চাইলেই সময় বাচাতে ঘরের উঠানের সামনেই নামিয়ে দেওয়া যাবে যাত্রীদের।

বসুন্ধরা এয়ারওয়েজ কর্মকর্তা  বলেন, ‘আগে হেলিকপ্টারের সংখ্যা অনেক কম থাকায়, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বুকিং হতো। এতে সার্ভিস দেওয়া কষ্টসাধ্য হয়ে যেত। কিন্তু দিন দিন এর সংখ্যা বাড়ায় এতে চড়ার সুযোগ ও বেড়েছে। শুধু ঈদ নয়, এখন চাইলেই যে কেউ যে কোনো সময় স্বল্পমূল্যে হেলিকপ্টার বুকিং করতে পারে। যাতে অন্যান্য গাড়ির মতো ঝামেলাও অনেক কম।’

এবারের ঈদে যাত্রীদের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রায়হান আহমেদ উল্লেখ করেন, ‘আগামী ২০ এপ্রিল ঈদ উপলক্ষে আমরা একটি আয়োজন করছি। যেখানে ৬ হাজার টাকায় যে কেউ ৬ মিনিট ফ্লাই করতে পারবে। এটি ঢাকা-পূর্বাচলের দিকে ১৫ কিলোমিটার পর্যন্ত ফ্লাই করবে।’

ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আগে একটা হেলিকপ্টার মাসে ৬০ ঘণ্টা ফ্লাই করলেও এখন তা ফ্লাই করে ২০-২৫ ঘণ্টা। কমার্শিয়াল ফ্লাইটগুলো আগের চেয়ে কমে গেছে। তবে জরুরি ভিত্তিতে করপোরেট যাতায়াত, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের কারখানায় আনা-নেওয়া, ঈদের আগে বাড়ি ফেরা, এমনকি ঘোরাঘুরির (ট্যুরিজম) ক্ষেত্রেও দিনদিন এর চাহিদা বাড়ছে।’

হেলিকাপ্টার সার্ভিস বাংলাদেশ একজন কর্মকর্তা এনামুল বলেন, ‘৪ সিটের হেলিকপ্টার ঘণ্টায় ৭৫ হাজার টাকা ভাড়ায় পাওয়া যায়। তবে ক্লায়েন্ট যদি কয়েকজনকে একসঙ্গে অরেঞ্জ করে একই জায়গায় নামতে চান সে ক্ষেত্রে আলাদা আলাদা যাত্রীও একসঙ্গে একটি হেলিকপ্টার ভাড়া করে উঠতে পারবেন। ধরুন আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহে যান, যাতায়াতে ১ ঘণ্টা লাগবে । এই ১ ঘণ্টার জন্য ৪ সিটের একটি হেলিকপ্টার ৭৫ হাজার টাকা ভাড়া। এর নিচে এলে ভাড়াটা হয় না। অ্যাপ্লাইয়ের সময় ২০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। বাকি টাকা ফ্লাইংয়ের দিন দিতে হবে। এছাড়া হেলিকপ্টার রিজার্ভ করলে আসার সময় ফাঁকা হেলিকপ্টারে ৫ হাজার টাকা দিলেই আমরা ঢাকায় নিয়ে আসি।’

Link copied!