প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। শুক্রবার দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
তবে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, দলটি বৈঠকে অংশ নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে সময় চাওয়া হয়েছিল। এরপর তার কার্যালয় থেকে মৌখিকভাবে শনিবার রাতে বৈঠকের বিষয়ে জানানো হয়। এই তথ্য নিশ্চিত করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি জানান, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।
সূত্রের মতে, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো স্থায়ী সমাধান নয়। তারা চান ড. ইউনূসের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।
এর আগে, উদ্ভূত পরিস্থিতির সমাধানে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে রাজনৈতিক অচলাবস্থা, নির্বাচন, বিচার ও সংস্কার ইস্যুর পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থান সমর্থনকারী দলগুলোর মধ্যে ঐক্য ফেরানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানিয়েছে সূত্র।