বাংলা চলচ্চিত্রের আইকনিক ‘মা’ ছায়া দেবী

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২১, ০৪:৫১ পিএম

বাংলা চলচ্চিত্রের আইকনিক ‘মা’ ছায়া দেবী

আজ ৩ জুন, প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ছায়া দেবীর জন্মদিন। ১৯১৪ সালের এই দিনে তিনি ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে জন্মগ্রহণ করেন।

ছায়া দেবীর আসল নাম কনকবালা গঙ্গোপাধ্যায়। ডাক নাম কনক।ছায়া দেবীর পিতা ছিলেন হারাধন গঙ্গোপাধ্যায়। তিনি অভিনেতা অশোক কুমারের স্ত্রী শোভা গঙ্গোপাধ্যায়ের আত্মীয়। ছায়া দেবী তাঁর শিক্ষা জীবন শুরু করেছিলেন আদমপুরের মসকন্দ গার্লস হাই স্কুলে।পরবর্তীকালে তাঁর পিতার বদলি হয় দিল্লীতে। সেজন্য তিনি দিল্লীর ইন্দ্রপ্রস্থ গার্লস হাই স্কুলে তাঁর অধ্যয়ন শেষ করেন। তিনি যখন বিবাহ করেছিলেন, তখন তাঁর বয়স হয়েছিল মাত্র এগারো বছর। তবে ওই বিয়ে টিকে ছিল মাত্র এক বছর। এরপর ছায়া দেবী তাঁর পিতার সাথে যখন কলকাতায় আসেন, তখন তিনি দশম শ্রেনীর ছাত্রী।

 

ছায়া দেবী বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা অভিনেত্রী। তিনি বাংলা, হিন্দি, তামিল ও তেলেগুসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁর প্রথম অভিনীত ছবি ‘সোনার সংসার’। এরপর ‘বিদ্যাপতি’ সিনেমায় অভিনয় করেই তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন।

ছায়া দেবী তাঁর অভিনয় জীবনে প্রথম আত্মপ্রকাশ করেন ১৯৩৬ সালে ‘সোনার সংসার’ সিনেমাটিতে অভিনয় করে। যদিও সেটি তাঁর প্রথম সিনেমা ছিল, তবে তিনি ১৯৩৮ সালে ‘বিদ্যাপতি’ সিনেমাটিতে অভিনয় করেই বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন।

প্রধান নায়িকার চরিত্র ছাড়াও অন্যান্য বিবিধ চরিত্রে তাঁর অত্যন্ত সৃষ্টিশীল অভিনয় সকলের মন ছুঁয়ে যায়। ১৯৬২ সালে ‘অতল জলের আহবান’ সিনেমাটিতে অভিনয় করে, ছায়া দেবী দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।ওই সিনেমায় তিনিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন।

এরপর ১৯৬৩ সালে ‘দেয়া নেয়া’ –তে  উত্তম কুমারের একজন অসহায় মায়ের ভুমিকায় অভিনয় করেছিলেন। ওই বছরেই আরও একটি সিনেমা ‘সাত পাকে বাঁধা’ তে সুচিত্রা সেনের একজন নির্মম ,হৃদয়হীন মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছায়া দেবী উত্তম কুমারের মায়ের ভূমিকায় একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন।

১৯৫৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ সিনেমাটিতে তিনি হেন্সম্যান অ্যান্টনি বা উত্তম কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর একে একে ‘আপনজন’ ‘পদি পিসির বরমি বাক্স’ সিনেমায় অসাধারন অভিনয় করেন। পরবর্তীকালে ‘আপনজন’ সিনেমাটি “বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গল” বিভাগে জাতীয় পুরস্কার পায়। ২০০১ সালের ২৭ এপ্রিল তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

Link copied!