কোন একটি মনোমুগ্ধকর দৃশ্য কিংবা ঘটনা ঘটার সময় অনেকেই হয়তো কখনো না কখনো চিন্তা করেছেন, যদি চোখ দিয়ে ছবি তোলা, কিংবা ভিডিও করা যেত! হয়তো ভেবেছেন ভবিষ্যতে এরকম প্রযুক্তি উদ্ভাবন হতেও পারে। তাদের এই আশা আংশিকভাবে পূরণ করতে যাচ্ছে মেটা।
চলতি মাসেই ফেসবুক প্রতিষ্ঠান মেটা, বাজারে আনতে যাচ্ছে দ্বিতীয় প্রজন্মের অত্যাধুনিক স্মার্ট চশমা। যা দিয়ে ছবি, ভিডিওর পাশাপাশি করা যাবে ফেসবুক লাইভস্ট্রিম। সম্প্রতি মেটার ‘মেটা কানেক্ট ২০২৩’ অনুষ্ঠানে এই স্মার্ট চশমাসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বাজারে আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
বিশ্ববিখ্যাত চশমা ব্র্যান্ড রে-ব্যানের সাথে জুটি বেঁধে এই স্মার্ট চশমা বাজারে আনছে প্রতিষ্ঠানটি। অসাধারণ প্রযুক্তির এই চশমা ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রামসহ মেটার অ্যাপগুলোতে রিয়েলটাইম ভিডিও লাইভস্ট্রিম করতে পারবে ব্যবহারকারীরা।
মেটার পক্ষ থেকে জানা যায়, এই স্মার্ট চশমার ফ্রেমে সংযুক্ত করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা, যাতে ছবি তোলা কিংবা ভিডিও চালুর নির্দেশ দেওয়া যাবে এই চশমাটিকে। বিল্ট-ইন ১২ মেগাপিক্সেল অত্যাধুনিক ক্যামেরা সেন্সর দিয়ে ভালো রেজ্যুলেশনের ছবি এবং ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও করা যাবে। ছবি ও ভিডিওগুলো ‘মেটা ভিউ’ অ্যাপের মাধ্যমে সরাসরি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এক চার্জে চশমাটি প্রায় ৪ ঘণ্টা চলতে পারবে, টানা ৩০ মিনিট লাইভস্ট্রিম করা যাবে এ দ্বারা। পাশাপাশি এর কেসটি ৩৬ ঘন্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারবে।
এছাড়াও থাকছে ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স যা পূর্বের থেকে ৫০ শতাংশ বেশি শব্দ শোনার পাশাপাশি অতিরিক্ত স্পষ্টতা যোগ করবে। ছয়টি ভিন্ন রঙ ও ডিজাইনের এই স্মার্ট গ্লাসে এআই থাকলেও প্রাথমিকভাবে
বর্তমানে শুধু আমেরিকার ব্যবহারকারীরাই এ সুবিধা পান। কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে অক্টোবর মাসের ১৭ তারিখ থেকেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের বাজারে স্ট্যান্ডার্ড লেন্সসহ এ স্মার্ট গ্লাসের দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ হাজার টাকা। পোলারাইজড ও ট্রানজিশন লেন্সসহ এর দাম ৩২৯ এবং ৩৭৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৬ হাজার ও ৪২ হাজার টাকা।