বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে পাঁচ দিনের ‘মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব’। আজ শুক্রবার বিকেল পাঁচটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইরানি প্রামাণ্যচিত্র ‘দ্য স্নো কলস’ প্রদর্শিত হয়েছে। ‘মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব’–এর দশম আয়োজন চলবে ১৫ মার্চ পর্যন্ত।
করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ বছর এ আয়োজনটি আংশিক সরাসরি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাঁচ দিনের উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে ছবি প্রতিযোগিতা হবে।
এ বছরের বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা হয়েছিল একুশ শতাধিক ছবি, জমাকৃত ছবির মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে প্রতিদিন চারটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইনেও নির্বাচিত ছবিসমূহ প্রতিদিন স্ট্রিমিং করা হবে।
উৎসবের শেষ দিন ১৫ মার্চ বিকেলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ী প্রামাণ্যচিত্র দুটোর নাম ঘোষণা করা হবে। জাতীয় পর্যায়ের ছবির জন্য এক লাখ টাকা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।
পাঁচ দিনের এ উৎসবে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রতি শো ২০ টাকা হিসেবে একজন দর্শক একটি প্রদর্শনী দেখতে পারবেন। পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী, সংবাদকর্মীদের জন্য অনলাইনে অ্যাক্রিডিটেশনের মাধ্যমে ছবি দেখার ব্যবস্থা করা হয়েছে।